প্রাথমিকের নিয়োগ পরীক্ষা ২২ জেলায়
প্রাথুমিক বিদ্যালয় সহকারি শিক্ষক নিয়ক দিবে সারা দেশে মোট ৪৫ হাজার সহকারি শিক্ষক নিয়ক পরীক্ষা ২ টি ধাপে নেওয়া হবে।আগামি ২২ এপ্রিল প্রথম ধাপে ২২ টি জেলায় অনুষ্ঠিত হবে। এই তথ্য একটি চিঠির মাদ্দমে জানাগেছে গত মঙ্গলবার রাতে জেলায় shikah officer তাদের কাছে পাঠানো চিঠি থেকে এইসকল তথ্য জানাগেছে- চিঠি পাঠানো হয়েছে প্রাথুমিক shikah অধিদপ্তর থেকে।
চিঠিতে কি লেখা ছিল একটু আপনাদের কে বলে সুনাইঃ গত ২০২০ এর লিখিত পরীক্ষা
সরকারি সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষা ২২ এপ্রিল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত সংশ্লিষ্ট জেলায় অনুষ্ঠিত হবে।
প্রাথমিকের নিয়োগ পরীক্ষা ২২ জেলায় কিছু জেলার পরীক্ষা হবে সেই নাম গুল নিচে বর্ণনা করা হল।
ঢাকা (Dhaka)
- গাজীপুর (gazipur) Chittagong
- লক্ষীপুর (Lakshmipur
- চাঁপাইনবাবগঞ্জ( Chapainawabganj)
- মাগুরা, (Magura)
- মানিকগঞ্জ(Manikganj)
- নরসিংদী ( Narsingdi)
- শেরপুর (Sherpur)
- মাদারিপুর(Madaripur)
- মুন্সিগঞ্জ(Munshigan)
- ফেনি(Feni)
- মৌলভীবাজার(Moulvibazar)
- লালমনিরহাট( Lalmonirhat)
প্রাথমিকের নিয়োগ পরীক্ষা কিছু জেলার উপজেলায় পরীক্ষা হবে সেই নাম গুল নিচে বর্ণনা করা হল।
যশোহরঃ ঝিকরগাছা, কেশবপুর, মনিরামপুর, শার্শা)।
সিরাজগঞ্জঃ উল্লাপাড়া, বেলকুচি, চৌহালী, কামাখন্দ, গাজীপুর)।
ময়মনসিংহঃ ভালুকা, ধোবাউড়া, ফুলবাড়িয়া, গফরগাঁও, গৌরীপুর, হালুয়াঘাট, ঈশ্বরগঞ্জ)।
নেত্রকোনাঃ আটপাড়া, বার হাটটা, দুর্গাপুর, কলমাকান্দা, কেন্দুয়া)।
কিশোরগঞ্জঃ অষ্টগ্রাম, বাজিতপুর, ভৈরব, হোসেনপুর, ইটনা, করিমগঞ্জ, কটিয়াদী)।
টাঙ্গাইলঃ সদর, ভুয়াপুর, দেলদুয়ার, ধানবাড়ি,ঘাটাইল, গোপালপুর)।
কুমিল্লাঃ বরুরা, ব্রাক্ষ্মনবাড়িয়া, বুড়িচং, চান্দিনা, চৌদ্দগ্রাম, সদর, মেঘনা, দাউদকান্দি)।
নওাখালিঃ কবিরহাট, সদর, সেনবা্গ, সোনাইমরি,সুবরনচর)।
এগুলো গেল প্রথম ধাপের পরীক্ষা গুলো হবে। এবং দ্বিতীয় ধাপের পরীক্ষা মে মাসে অনুষ্ঠিত হতে পারে। তবে এখন পর্যন্ত তারিখ নির্ধারিত করা হয় নি। একথা জানা গেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এক সূত্রে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোহাম্মদ জাকীর হোসেনের বক্তব্য জানা গেছে আগামী জুলাই মাসের মধ্যে নিয়োগ দেওয়া হবে এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে পারবেন।
সবচেয়ে বড় বিষয় হচ্ছে প্রাথমিকের ইতিহাস এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় নিয়োগ বিজ্ঞপ্তি। 2020 সালের 25 অক্টোবর অনলাইনে আবেদন শুরু হয়েছিল। reade more: