নৌ বাহিনী কমিশন্ড অফিসার পদে চাকরির সুযোগ Nau Bahini job circular

নৌ বাহিনী কমিশন্ড অফিসার পদে চাকরির সুযোগ Nau Bahini job circular আবারও নতুন করে আমাদের মাঝে এলো চাকরির নিয়োগের বিজ্ঞপ্তি সরাসরি ( ২০২২- বি  ডিইও  ব্যাচে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন) আবেদনের শেষ তারিখ ৭  ই নভেম্বর ২০২১ আপনি যদি আরো  সরকারি ও  বিভিন্ন কোম্পানি জব নিউজ দেখতে চান তাহলে এখানে ক্লিক করুন

                     Nau Bahini job circular

 নৌ বাহিনী কমিশন্ড অফিসার পদে চাকরির সুযোগ Nau Bahini job circular সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে নিচে বিস্তারিত দেয়া হলো এগুলো ফলো করুন।  কিভাবে আবেদন করবেন আবেদন লিংক আমরা আর্টিকেলে নিচে দিয়ে দিব।

১.ইঞ্জিনিয়ারিং- ইলেকট্রিক্যাল – পুরুষ, নিয়োগ দেওয়া হবে।

  • আবেদনের জন্য যে যোগ্যতা বা স্কিল এর প্রয়োজন:-
  • ইলেকট্রিক্যাল  এবং ইলেকট্রনিক্স এ বিষয়ে বিসিএস ইঞ্জিনিয়ারিং সিজিপিএ ৩।
  • এবং এসএসসি ও এইচএসসি তে (জিপিএ-৪.৫০)
  • অথবা মেকানিক্যাল বা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে নেভাল আর্কিটেকচার ।
  • আবেদন করার জন্য অবশ্যই প্রার্থীকে অবিবাহিত থাকতে হবে যারা অবিবাহিত এখনো বিবাহ হয়নি তারাই শুধু আবেদন করিতে পারিবে।
  • বয়স: ২০২২ – ১ ইজুলাই এর ভিতর ২৮ বছর।
  • প্রার্থীর আবেদন মঞ্জুর কিংবা মনয়ন করার পরে কমিশন্ড অফিসার হিসেবে  অ্যাক্টিং সাব-লেফটেন্যান্ট পদে তাকে স্বল্পমেয়াদী জন্য দেওয়া হবে  এবং পরে স্থায়ী কমিশন দেয়া হবে।

২.সাপ্লাই শাখায় পুরুষ এবং মহিলা উভয়।

  • স্কিল বা দক্ষতা অথবা যোগ্যতা: প্রথমত এই পদে আবেদনের জন্য প্রার্থীকে অবশ্যই অবহিত হতে হবে।
  • এবং এসএসসি ও এইচএসসি তে (জিপিএ-৪.৫০)
  • অর্থনীতিতে সম্মান অথবা বিবিএ. সিজিপিএ-৩ পরিসংখ্যান বা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য ।।
  • বয়স: ২০২২ – ১ ইজুলাই এর ভিতর ২৮ বছর।
  • প্রার্থীর আবেদন মঞ্জুর কিংবা মনয়ন করার পরে কমিশন্ড অফিসার হিসেবে  অ্যাক্টিং সাব-লেফটেন্যান্ট পদে তাকে স্বল্পমেয়াদী ৫ বছরের জন্য কমিশন দেওয়া হবে।পাঁচ বছর পরে তার  চাকরি অফিসার পদে আবেদন/ কর্তৃপক্ষের  কর্তৃপক্ষের  বিবেক বিবেচনায়  তাকে স্থায়ী নিয়োগ দেওয়া হবে। 

৩.শিক্ষা শাখার জন্য পুরুষ ও মহিলা।

  • যোগ্যতায় স্কিল দক্ষতা বা অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে  এখানে সেই সাবজেক্টগুলো দেওয়া আছে ।
  • এই সাবজেক্ট এর উপরে -(সিজিপিএ-৩) 
  • বাংলা
  • ইংলিশ
  • গণিত
  • রসায়ন ও  মনো বিজ্ঞান
  • বিষয়ে মাস্টার্স ও স্নাতক এইচএসসি ও এসএসসি তে মিনিমাম  (জিপিএ-৪)
  • এখানে বিবাহের বিষয় বলা হয়েছে প্রার্থী বিবাহ অথবা অবিবাহিত সবাই আবেদন করিতে পারিবে।
  • বয়স: ২০২২ – ১ ইজুলাই এর ভিতর ৩০ বছর।

ভাতা ও বেতন: সরকার নির্ধারিত সশস্ত্র বাহিনীর বেতন ক্রমে বা অনুযায়ী তারাও সকল সুযোগ সুবিধা পাবে বা তারাও বেতন ভাতা প্রাপ্ত হবে।আপনি যদি নৌ বাহিনী কমিশন্ড অফিসার পদে চাকরির সুযোগ Nau Bahini job circular এর জন্য আবেদন করতে চান তাহলে এই ওয়েবসাইট এ ক্লিক করুন – http://joinnavy.navy.mil.bd

Leave a Comment