নিয়োগ পেলেন প্রবাসীকল্যাণ ব্যাংকে

ব্যাংকার্স সিলেকশন(Bankers Selection) কমিটি সচিবালয়ের তত্ত্বাবধানে প্রবাসী কল্যাণ ব্যাংকে

প্রবাসীকল্যাণ ব্যাংকে

নিয়োগ পেলেন প্রবাসীকল্যাণ ব্যাংকে পদেরনাম :

সহকারী মহাব্যবস্থাপক/ডেপুটি ভাইস প্রেসিডেন্ট (Deputy Vice President) পদে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।

এ তথ্য জানানো হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত Website এক বিজ্ঞপ্তির মাধ্যমে

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সহকারী মহাব্যবস্থাপক/ Deputy Vice President ২০টি শূন্য পদে নিয়োগের লক্ষ্যে নির্বাচনী পরীক্ষায় (মৌখিক) অংশগ্রহণকারীদের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুসারে গঠিত প্যানেল থেকে ২০ জনকে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে।

 প্রবাসীকল্যাণ ব্যাংকে নির্বাচিত প্রার্থী , তাঁদের রোল নম্বর হলো

1012, 1015, 1022, 1025, 1029, 1033, 1069, 1073, 1081, 1090, 1096, 1098, 1101, 1102, 1108, 1112, 1116, 1117, 1179, 1180 = 20জন।

নিয়োগসংক্রান্ত পরবর্তী সব কার্যক্রম Expatriate Welfare Bank কর্তৃপক্ষ দেখভাল করবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

rede more job news:আরপিজিসিএলের লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ RPGCL

 

 

Leave a Comment