বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের অধীন প্রতিষ্ঠান নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডে (NPCBL) লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ২৯টি পদে লোক নেবে এনপিসিবিএল।NPCBL এসব পদে মোট ৫৬৪ জন নিয়োগ পাবেন। এ জন্য তিনটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এনপিসিবিএল NPCBL।
In Nuclear Power Plant Company Bangladesh Limited এসব পদ গ্রেড ৬ থেকে ২০ পর্যন্ত। এসব পদে যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন যে কেউ। অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু হবে ২৮ সেপ্টেম্বর থেকে। আবেদন করা যাবে আগামী ২০ অক্টোবর পর্যন্ত।
নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানিতে আবেদনের যোগ্যতা
প্রতিটি পদে আবেদনের জন্য যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমা আলাদা। আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমার শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তিতে।
NPP আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা Website থেকে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
আরো বিজ্ঞপ্তি দেখুন: ক্যাশ অফিসারদের বেতন
F&Q
F&Q পরমাণু বিদ্যুৎ কেন্দ্র কি?
ANS: রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে ২.৪ গিগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি পরিকল্পিত পারমাণবিক power plant যা বাংলাদেশের পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুর নামক স্থানে নির্মীত হচ্ছে। এটি হতে যাচ্ছে বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যার প্রথম unit ২০২৩ সালে বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু করবে।
F&Q পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কিভাবে কাজ করে?
ANS: পারমাণবিক বিদ্যুত উৎপাদন কেন্দ্রের মূল কাজ হলো হলো-
১-ফিউশন প্রক্রিয়ায় তাপ উৎপন্ন করা। ২- সেই তাপ দিয়ে পানি গরম করে বাষ্প তৈরি করা। ৩- সেই বাষ্প দিয়ে generator সাথে যুক্ত টারবাইন বা পাখা ঘুরানো। ৪- পাখা ঘুরলে generator ঘুরবে এবং বিদ্যুত উৎপন্ন হবে
F&Q প্রকৃতিতে ইউরেনিয়াম এর পরিমাণ কত?
ANS: প্রকৃতিতে এ ধরনের Isotopes বেশিমাত্রায় পাওয়া যায়। এক হিসাবে দেখা গেছে শতকরা ৯৯.৩% ভাগই এ জাতীয় ইউরেনিয়াম। দ্বিতীয় আইসোটোপটির নাম ইউরেনিয়াম-২৩৫ অর্থাৎ এর the nucleus আছে ৯২টি Proton এবং ১৪৩টি নিউট্রন। প্রকৃতিতে এদের পরিমাণ শতকরা মাত্র ০.৭% ভাগ
F&Q রেডিয়ামের কাজ কি?
ANS: যে সামান্য কয়েকটি মৌলিক পদার্থ স্বত:স্ফূর্তভাবে অদৃশ্য আলো বিকিরণ করে Radium হলো তাদের মধ্যে একটি। এ ধরনের মৌলিক পদার্থ সমূহকে তেজষ্ক্রিয় পদার্থ বলে। Radiumআবিস্কারের ফলে পৃথিবীতে এক বিশাল শক্তির দুয়ার খুলে যায়। আর তা হল nuclear শক্তি।