ক্যাডেট কলেজের ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ সম্প্রতি ক্যাডেট কলেজে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশিত হয়েছে। সেনাবাহিনী নিয়ন্ত্রিত ১২ টি ক্যাডেট কলেজে ২০২৩ শিক্ষাবর্ষে ৭ম শ্রেণি থেকে ভর্তির জন্য আবেদন করার জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। এখন আমরা ক্রমেই বিস্তারিত জানবো ক্যাডেট কলেজের বিজ্ঞপ্তি ২০২৩ সম্বন্ধে।
ক্যাডেট কলেজের ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ এর আবেদন যোগ্যতা
১ জানুয়ারি ২০২৩ এর মধ্যে সর্বোচ্চ ১৩ বছর ৬ মাস বয়সী ৬ষ্ঠ শ্রেণি তে উত্তীর্ণ হতে হবে। ন্যুনতম উচ্চতা ছেলে মেয়ের উভয় ক্ষেত্রেই ন্যুনতম ৪ ফুট ৮ ইঞ্চি হতে হবে।
আবেদন ফি: ১৬০০ টাকা
জাতীয়তা: অবশ্যই বাংলাদেশি হতে হবে।
শারিরীক যোগ্যতা : ছেলে মেয়ের উভয়েরই ৪ ফুট ৮ ইঞ্চি হতে হবে। শারিরীক এবং মানসিকভাবে ফিট হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা : ৬ষ্ঠ শ্রেণিতে উত্তীর্ণ হতে হবে।
ক্যাডেট কলেজের ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ অযোগ্যতা : নিম্নোক্ত বিষয়গুলো প্রার্থীর মধ্যে থাকলে প্রার্থী অযোগ্য হিসেবে বিবেচিত হবে।
- পূর্বে কোনো ক্যাডেট কলেজে ভর্তি হলে। লিখিত, মৌখিক কিংবা স্বাস্থ্য পরীক্ষায় অযোগ্য প্রমাণিত হওয়া।
- কালার ব্লাইন্ড,গ্রস নাক হাটু,ফ্ল্যাট ফুট, হাপানি,মৃগী, বাঁতরোগ,হৃদরোগের মতো দুরারোগ্য ব্যাধি তে আক্রান্ত হলে।
- যক্ষ্মা, জ্বর, আমাশয়,হেপাটাইটিস, রাতকানা,ডায়াবেটিস, হিমোফিলিয়া, শ্রোণী এসিডের মতো রোগে যথেষ্ট উন্নতি না করলে।
ক্যাডেট কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ এর পরীক্ষা পদ্ধতি
ক্যাডেট কলেজে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ এর ভর্তি পরীক্ষা তিন ধাপে অনুষ্ঠিত হবে।
- লিখিত পরীক্ষা
- মৌখিক পরীক্ষা
- স্বাস্থ্য পরীক্ষা
লিখিত পরীক্ষা চারটি বিষয়ে মোট ৩০০ নাম্বারের হবে।
ক্যাডেট কলেজে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ এর মানবন্টন
বিষয় নম্বর
গণিত ১০০
বাংলা ৬০
ইংরেজি ১০০
সাধারণ জ্ঞান ৪০
মোট ৩০০
ক্যাডেট কলেজে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ এর সময় সূচি
- লিখিত পরীক্ষা হবে ৬ জানুয়ারি ২০২৩ ইং,তারিখের সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত।
- লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের সময় মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি জানানো হবে।
- লিখিত পরীক্ষায় উত্তীর্ণরাই কেবল মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে ।
বাংলাদেশের ক্যাডেট কলেজের তালিকা
ক্যাডেট কলেজে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ অনুযায়ী বাংলাদেশের জেলায় মোট ১২ টি সেনাবাহিনী দ্বারা স্বায়ত্তশাসিত ক্যাডেট কলেজ রয়েছে। তন্মধ্যে ৯ টি ছেলেদের এবং ৩ টি মেয়েদের জন্য।
নম্বর | কলেজের নাম | স্থান | আয়তন (একর) | প্রতিষ্ঠান কাল |
১ | ফৌজদারহাট ক্যাডেট কলেজ | চট্রগ্রাম | ১৮৫ | ১৯৫৮ |
২ | ঝিনাইদহ ক্যাডেট কলেজ | ঝিনাইদহ | ১১০ | ১৯৬৩ |
৩ | মির্জাপুর ক্যাডেট কলেজ | টাঙ্গাইল | ৯৫ | ১৯৬৫ |
৪ | রাজশাহী ক্যাডেট কলেজ | সারদা, রাজশাহী | ১১০ | ১৯৬৫ |
৫ | সিলেট ক্যাডেট কলেজ | সিলেট | ৫২.৩৭ | ১৯৭৮ |
৬ | রংপুর ক্যাডেট কলেজ | আলমনগর, রংপুর | ৩৭ | ১৯৭৯ |
৭ | বরিশাল ক্যাডেট কলেজ | রহমতপুর,বরিশাল | ৫০ | ১৯৮১ |
৮ | পাবনা ক্যাডেট কলেজ | পাবনা | ৩৮ | ১৯৮১ |
৯ | ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ | ময়মনসিংহ | ২৩ | ১৯৮৩ |
১০ | কুমিল্লা ক্যাডেট কলেজ | কোটবাড়ি,কুমিল্লা | ৫৭ | ১৯৮৩ |
১১ | ফেনী গার্লস ক্যাডেট কলেজ | ফেনী | ৪৯.৫ | ২০০৬ |
১২ | জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে | জয়পুরহাট | ৫৭ | ২০০৬ |
ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি ২০২৩ এর আবেদন পদ্ধতি ও ফি
ট্রাস্টব্যাংক, Mobile Money, Q Cash ও টেলিটকের প্রিপেইড সিম থেকে মোবাইল এসএমএস এর মাধ্যমে টাকা জমা দিতে পারবে।
ক্যাডেট কলেজের ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ প্রয়োজনীয় কাগজপত্র ও জমাদানের পদ্ধতি
- প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা অথবা ইবতেদায়ী সমাপনী পরীক্ষার সনদ পত্র।
- ৬ষ্ঠ শ্রেণিতে উত্তীর্ণের সনদ পত্র ও বিদ্যালয়ের নিকট থেকে ইস্যুকৃত প্রত্যায়ন পত্র। ফলাফল প্রকাশিত না হলে তাও উল্লেখ করে দেওয়া।
- জন্ম নিবন্ধনের সত্যায়িত ফটোকপি।
- বাবা-মায়ের মাসিক আয়ের প্রত্যয়ন পত্র সহ জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।
- আবেদন পত্রে আপলোড করা প্রার্থীর ছবি ও অনুরূপ ছবির পাস্পোর্ট ও স্ট্যাম্প সাইজের কপি।
ক্যাডেট কলেজের ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ অনলাইনে আবেদনের পর সমস্ত কাগজ পত্র ১৫×১০ ইঞ্চি খামে ভরে প্রার্থীর ইন্ডেক্স ও পরীক্ষা কেন্দ্রের নাম উল্লেখ পূর্বক দায়িত্ব প্রাপ্ত ক্যাডেট কলেজের ঠিকানায় ডাক বাহকের মাধ্যমে ৩ জানুয়ারি, ২০২৩ ইং,তারিখের মধ্য দিতে হবে। কোটাপ্রাপ্তদের ই-বুথ আউটলেটের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন শুরু : ১ নভেম্বর, ২০২২ ইং
আবেদন শেষ : ৭ ডিসেম্বর, ২০২২
আবেদনের ওয়েবসাইট:https://cadetcollegeadmission.army.mil.bd/
আরও পরুনঃ pksf salary structure