কারিতাস বাংলাদেশে চাকরি, বেতন এক লাখ

Private development organization কারিতাস বাংলাদেশ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। সংস্থাটি Central Office, ঢাকায় কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের  Online আবেদন করতে হবে।

কারিতাস বাংলাদেশে চাকরি  কারিতাস বাংলাদেশে চাকরি পদের নাম: হেড অব এডুকেশন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট (ECD)

👉পদসংখ্যা: ১টি।
👉যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত  university থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ৮ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে কোনো সংস্থায় Managerial পদে তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। কোনো সংস্থায় এডুকেশন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট সেক্টরে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।  MEAL বিষয়ে দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। উপস্থাপনা ও Facilitation দক্ষ হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।

👉চাকরির ধরন: রেগুলার
👉কর্মস্থল: Caritas Central Office, Dhaka
👉বেতন: ছয় মাস প্রবেশনকালে ৮০,০০০ থকে ১০০,০০০ টাকা। শিক্ষানবিশ কাল শেষে প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বেতন,Provident Fund, Gratuity, Insurance and Health দেওয়া হবে।

👉চাকরির আবেদন যেভাবে করবেন:
আগ্রহী প্রার্থীদের This is the website of Caritas Bangladesh  লিংকে গিয়ে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত এই লিংক থেকে জেনে নিতে হবে। যেকোনো প্রয়োজনে ০১৭১৩৩৮৪০০৩ নম্বরে কল করে যোগাযোগ করা যাবে।

আরো চাকরির খবর পরুন: bd 24 job news

✍️আবেদনের শেষ তারিখ: ২০ আগস্ট ২০২২।

1 thought on “কারিতাস বাংলাদেশে চাকরি, বেতন এক লাখ”

Leave a Comment