এসএসসি রেজাল্ট ২০২২ কবে দিবে??
২০২২ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের সময়সূচি জানিয়েছে মাধ্যমিক শিক্ষা বোর্ড। ফলাফল তৈরির প্রক্রিয়া প্রায় শেষের দিকে, উল্লেখ করেছেন মাধ্যমিক শিক্ষাবোর্ডের এক সূত্র। সম্ভাব্য আগামী ২৭ নভেম্বর থেকে ১ ডিসেম্বরের মধ্যে কোনো একটা তারিখে এসএসসি রেজাল্ট ২০২২ প্রকাশিত হবে।
এসএসসি রেজাল্ট সম্পর্কে ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার জানান, “এসএসসির উত্তর পত্র মুল্যায়নের কাজ শেষের দিকে, নভেম্বরের ২৭ তারিখ থেকে ডিসেম্বরের ১ তারিখের মধ্য সম্ভাব্য তারিখ নির্ধারণ করতে শিক্ষা মন্ত্রনালয়ে প্রস্তাব পাঠানো হবে। অতঃপর প্রধানমন্ত্রী’র কাছে গেলে তার নির্ধারিত তারিখেই ফলাফল প্রকাশিত হবে।”
উল্লেখ্য,এসএসসি পরীক্ষা ২০২২ গত ১৫ ই অক্টোবর সম্পন্ন হয়ে উত্তর পত্র মূল্যায়নের প্রক্রিয়ায় আছে।
এসএসসি রেজাল্ট ২০২২ কবে দিবে? পরীক্ষা ২০২২
পরীক্ষা : এসএসসি ও সমমানের।
সাল : ২০২২
পরীক্ষার্থী : ২০ লক্ষ ২১ হাজার ৮৬৮ জন
পরীক্ষার তারিখ : ১৫ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর ২০২২
ওয়েবসাইট : http://www.educationboardresults.gov.bd/
এসএসসি ২০২২ এর পরিসংখ্যান

এসএসসি ২০২২ এর পরিসংখ্যানে দেখা যায় ২০২২ সালে ১১ টি বোর্ডের অধীনে মোট ২০ লক্ষ ২১ হাজার ৮৬৮ জন এবং কেন্দ্রের সংখ্যা মোট ৩ হাজার ৭৯০ টি। করোনা ভাইরাসে পাঠ্যক্রম ব্যাহত হওয়ায় এবার সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এসএসসি ২০২২ এর গ্রেডিং পদ্ধতি
নম্বর | গ্রেড পয়েন্ট | গ্রেড |
০ থেকে ৩২ | ০ | F |
৩৩ থেকে ৩৯ | ১.০০ | D |
৪০ থেকে ৪৯ | ২.০০ | C |
৫১ থেকে ৫৯ | ৩.০০ | B |
৬১ থেকে ৬৯ | ৩.৫০ | A- |
৭১ থেকে ৭৯ | ৪.০০ | A |
৮০ থেকে ১০০ | ৫.০০ | A+ |
এসএসসি ২০২২ এর রেজাল্ট দেখার নিয়ম
এসএসসি ২০২২ এর রেজাল্ট এসএমএসের মাধ্যমে দেখার নিয়ম হচ্ছে ম্যাসেজ অপশনে গিয়ে SSC<space> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে <space> Roll <space>2022 লিখে 16222 নাম্বারে পাঠিয়ে দিতে হবে।
কারিগরি শিক্ষাবোর্ডের শিক্ষার্থীদের জন্য SSC এর পর স্পেস দিয়ে Tech লিখলেই হবে।
উদাহরণ :
SSC Dha 12345 2022
Dakhil Mad 12345 2022
SSC Tech 12345 2022

এসএসসি রেজাল্ট ২০২২ কবে দিবে দেখার সরাসরি ওয়েবসাইট
এসএসসি ২০২২ এর রেজাল্ট সরাসরি দেখা যাবে www.educationboardresults.gov.bd এর এই লিংকে।
এসএসসি ২০২২ এর রেজাল্ট কবে দিবে,তারিখ সহ বিস্তারিত সব কিছু তথ্য একটি মাত্র পোস্টেই সম্পন্ন করা আছে।