আমার পড়তে ভালো লাগে না আমি কি করবো?

আমার পড়তে ভালো লাগে না কি করব? এই প্রশ্নটি আমাদের সবার মনের একটা কমন প্রশ্ন!! যারা বই পরেছেন কেও বলতে পারবেন না যে আমার বই পরতে ভালো লাগে! কারন বই হল এমন একটা জাদু পরতে বসিলেই ঘুমে ধরে, বই পরতে বসে ঘুমে ধরে নাই এমন একজন লোক পারলে কমেন্ট করে বলেন আমার ঘুম আশেনাই কখনো। তা হলে আমি বলবো ভাই আপনি ই মনে হয় এক হাজারে একজন ভাগ্যবান বাক্তি। 

আমার পড়তে ভালো লাগে না এমন অবস্থায় আমাদের কি করনিয়? 

তাদের জন্য রয়েছে আমার কিছু স্পেশাল টিপসঃ

  •  একটানা না পড়ে বিরতি দিয়ে পড়বেন। 

কারণ গবেষণায় দেখা গেছে, সাধারণত একটানা ৪০ মিনিটের বেশি একজন মানুষ মনোযোগ দিতে পারে না। তাই একটানা মনোযোগের জন্যে মনের ওপর বল প্রয়োগ না করে প্রতি ৩০-৪০মিনিট পড়ার পর ৫-১০ মিনিটের একটা ছোট্ট বিরতি নিতে পারেন।

  • এক কাপ চা খেতে পারেন।
  • একটু হেটে আসেন।
  • বসে থাকলে দারিয়ে যান ।
  • কোন অবস্থায় ই শুয়ে পরা যাবে না! তা হলে ঘুম অনিবার্য।
  • ফোন টিপাটিপি করা জাবেনা? তা হলে ফোন থেকে আর বেরিয়া আসতে পারবেন না।

আমার পড়তে ভালো লাগে না>>>>আমার টিপস গুলা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। বন্দুদের সাথে শেয়ার কুরতে ভুলবেন না!!! 

আমার পড়তে ভালো লাগে না
সাহিত্য কাকে বলে? সাহিত্যের সারমর্ম এগুলো দেখতে ক্লিক করুন

আরও পরুনঃ বাংলা সাহিত্যের ইতিহাস

 

Leave a Comment